Published At 17 May, 2023
রাজধানীর পুরান ঢাকায় লালবাগ এলাকা, ঢাকেশ্বরী রোড ও এর আশপাশের এলাকার মানুষের দোরগোড়ায় ব্যাংকিং সেবা পৌঁছে দিতে লালবাগ উপশাখার আনুষ্ঠানিক উদ্বোধন করল পদ্মা ব্যাংক লিমিটেড। ইমামগজ্ঞ শাখার অধীনে এটির কার্যক্রম পরিচালিত হবে। এই উপ-শাখায় সবধরনের ব্যাংক হিসাব খোলা, নগদ টাকা জমা ও উত্তোলন, চেক বই ও পে অর্ডার ইস্যু, ক্লিয়ারিং চেক ও পে-অর্ডার জমা, আমানত ও ঋণ সুবিধা, রিয়েল টাইম অনলাইন ব্যাংকিং সুবিধা, ইউটিলিটি বিল জমাসহ সব ধরনের ব্যাংকিং সেবা পাওয়া যাবে।
ঠিকানাঃ হোল্ডিং- ০৩, ঢাকেশ্বরী রোড (১ম তলা), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, ঢাকা-১২১১।